Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুড ব্লগারদের নিয়ে ঈদের নাটক ঝালফ্রাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে থাকছে একক নাটক ‘ঝালফ্রাই’। ইমেল হক এর রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় ঝালফ্রাই নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এর গল্পে দেখা যাবে ফারিয়া (কেয়া পায়েল) এবং রাফসান (তৌসিফ) দুজনই ফুড ব্লগার। ফারিয়া কাজটি করে সঠিক বিচার বিবেচনা করে আর রাফসান সবসময় চায়, যে করেই হোক তার ভিউ বাড়াতে হবে। রাফসানের নানামুখী কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা বেশি আর খাবারের সঠিক রিভিউ করায় ফারিয়ার ভিউ কম। কিন্তু দুজনেই ফুডব্লগার হিসেবে ব্যাপক আলোচিত। এই দুজনকে নিয়ে একজন নির্মাতা ফুড বিষয়ক একটি কন্টেন্ট তৈরির জন্য আমন্ত্রণ জানায়। সেখানে গিয়ে রাফসান বাকপটুতা দিয়ে ফারিয়াকে বারবার ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবে তাদের দ্বন্দ্ব আরো প্রকট হয়ে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুড ব্লগারদের নিয়ে ঈদের নাটক ঝালফ্রাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ