প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত গত দেড় যুগ ধরে বছরে দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করে আসছেন এবং সেটি শুধুমাত্র একটি চ্যানেলের জন্য। সেই ধারাবাহিকতায় এবারও তিনি শুধুমাত্র এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। তার এবারের নাটকের নাম ‘সন্দেহে মনদাহ’। উল্লেখ্য, হানিফ সংকেতের ঈদের নাটকের-নাম যেমন ব্যতিক্রমী, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ, বৈচিত্র্য ও একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। সদ্য বিবাহিত এক দম্পতি সোমা ও মিলনকে ঘিরে গড়ে উঠেছে এবারের নাটকের কাহিনী। সোমার স্বামী মিলন অত্যন্ত খুঁতখুঁতে এবং সন্দেহ বাতিকগ্রস্ত একজন মানুষ। যে কারণে সবকিছুতেই সোমাকে সন্দেহ করে। আর তাদের দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে পরিবারের অন্যান্য সদস্য। স্বামীর এই সন্দেহের কারণে বাড়ে স্ত্রী’র অন্তরজ্বালা এবং এ নিয়ে সংসারে ঘটতে থাকে নানান ঘটনা। আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘সন্দেহে মনদাহ’ নাটকের গল্প। নাটকটিতে সোমার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং মিলনের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, আব্দুল কাদের, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, দিপা খন্দকার, স্বাগতা, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলামসহ আরো অনেকে। ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শূটিং স্পটে নাটকটির শূটিং হয়েছে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন কবির বকুল, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়, কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্তে¡ও দর্শকরা এই নন্দিত নির্মাতা’র নাটক দেখতে বসেন। যেহেতু তিনি সবসময় একটি মাত্র নাটক নির্মাণ করেন এবং এবারের ঈদেও তিনি শুধুমাত্র এটিএন বাংলার জন্যই নাটক নির্মাণ করেছেন তাই আমাদের বিশ্বাস বরাবরের মত এবারও এসময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।