বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে পৃথক ঘটনায় গতকাল (মঙ্গলবার) পুকুরে ডুবে শিশু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিক ও সিলিন্ডার বিস্ফোরণে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় দুপুরে পুকুরে ডুবে মেহেরীনা (৩) নামে এক শিশুর মারা যায়। মেহেরীনা ওই এলাকার নেছার আহমদের মেয়ে। স্থানীয়রা জানায়, খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুটি। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এদিকে নগরীর বাকলিয়া থানার তুলাতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদা বেগম (৩০) নামে এক কারখানা শ্রমিক মারা গেছেন। স্বামী মোতাহের হোসেনের সঙ্গে রাজাখালী ভাড়া বাসায় থাকতেন তিনি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রাজাখালীর মা আবাসিক এলাকার স্বর্ণ প্লাস্টিক হাউজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জাহেদা বেগম। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নগরীর সদরঘাট থানার ঝুট র্যালী ঘাট এলাকায় অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে ভ্যান চালক কামাল হোসেন (৪৫) মারা যান। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দীন বলেন, নিজের ভ্যানে করে কামাল হোসেন একটি অক্সিজেনের সিলিন্ডার কর্ণফুলী নদীসংলগ্ন জাহাজে নিয়ে যাচ্ছিলেন। ভ্যান থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরণে তিনি মারা যান। লাশ উদ্ধার করে সদরঘাট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।