বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালিপাড়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে, ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের খানবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। দোকান মালিক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান বলেন- রাত অনুমান ২টার দিকে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ার ফলে জন-সাধারণের মধ্যে আতঙ্কর ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনা স্থলে পৌঁছাতে না পারলেও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে ৫টি দোকান ঘর ও মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা হলেন- দোকান মালিক কামাল হোসেন, মোক্তার হোসেন পাইক, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।