বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর থেকে সুজন বাউড়ী (১৯) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় উপজেলার শাহজালালপুর এলাকার একটি পুকুর থেকে সুজনের লাশ উদ্ধার করে তার সহকর্মীরা।
সুজন মৌলভীবাজারের চাতলপুর চা বাগান এলাকার দুর্গাচরণ বাউড়ির ছেলে। তিনি হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
সুজনের সহকর্মী লক্ষ্মীচরণ ও রহমত আলী জানান, তারা ১০ জন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করেন। সন্ধ্যায় বানিয়াচংয়ের শাহজালালপুর এলাকায় কাজ শেষে সবাই গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে সবাই উঠে এলেও সুজন নিখোঁজ হন। পরে রাতে মাছ ধরার জাল দিয়ে পুকুর থেকে সুজনকে উদ্ধার করা হয়। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. ত্রিলোক কান্তি দাশ মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক সামিউল আশরাফ জানান, বিষয়টি আমার জানা নেই।
বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বিষয়টি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।