মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছে ইমরান খানের নেতৃত্বধীন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)।
পিটিআইয়ের শীর্ষ নেতা ও দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জিও টিভির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান কখনও আমেরিকার আজ্ঞাবহ হবে না এবং দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে ভারসাম্যপূর্ণ।
পিটিআই দলের মার্কিন বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে চৌধুরী বলেন, তার দল হোয়াইট হাউসকে স্পষ্টভাবে বলে দিয়েছে, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমেরিকার খেলার পুতুলে পরিণত হবে না।
পিটিআইয়ের মুখপাত্র বলেন, হোয়াইট হাউসকে দক্ষিণ এশিয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। তা না হলে তাকে অনেক বড় সমস্যার মুখে পড়তে হবে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাবে বলেও জানান পাকিস্তানের সম্ভাব্য ক্ষমুাসীন দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে অভিযুক্ত করায় এ টানাপড়েনের সৃষ্টি হয়।
২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। ছোট কিছু দলের সমন্বয়ে এরই মধ্যে সরকার গঠনের অবস্থায় পৌঁছে গেছেন ইমরান খান। খবর জিওটিভি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।