Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:৩৯ এএম

চলনবিলে সিংড়ায় নৌকা ডুবিতে আবুল শাহ (৫৫) নামে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে রাজশাহীর ডুবরী দল। গত শনিবার সন্ধ্যায় নৌকাটি পাটকোল বিলে ডুবে যায়। রাজশাহীর ডুবুরী দল গতকাল রবিবার ভোর ৬টার দিকে নিখোঁজ আবুল শাহর লাশ উদ্ধার করে। আবুল শাহ সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের মৃত আসকান আলীর ছেলে। পরে লাশটি এলাকায় নিয়ে গেলে শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার শৈলমারী এলাকায় সড়ক উন্নয়ন কাজের ১৮ জনের একদল শ্রমিক শনিবার সন্ধ্যায় কাজ শেষে পাটকোল বিলের খেয়া ঘাট থেকে একটি ডিঙি নৌকায় করে সিংড়া শহরে যাচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি কিছুদূর যাওয়ার পরে ডুবে যায়। যাত্রীদের প্রায় সকলেই সাঁতরে তীরে উঠলেও আবুল শাহ নামের ওই শ্রমিক নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ডুবরী দল শনিবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রবিবার ভোর ৬টার দিকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া আমিরুল ইসলাম নামের এক যাত্রী জানান, অতিরিক্ত লোকের কারণেই লোকটি বিলের মধ্যে গিয়ে ডুবে যায়। তিনি সাঁতরে রাস্তায় উঠে আসেন।
রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলনবিলের পাটকোল বিলে নৌকাটি ডুবে যায়। ভোর থেকে অনুসন্ধান চালিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ