বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় জুলাই মাসে পাঁচ খুন ও সাত ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ৫১৫টি মামলা হয়েছে। এর মধ্যে জেলার ৯ উপজেলায় একটি খুন, দু’টি ধর্ষণ ও ২৫৪ মামলা এবং মহানগরীর ৮ থানায় ৪ খুন, ৫ ধর্ষণ ও ২৬১ মামলা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটি আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান। আসন্ন ঈদুল আযহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপদ সড়ক বাস্তবায়নে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান অব্যাহত করা, মাদকসহ অবৈধ হকার নিয়ন্ত্রণে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, খুলনা জেলার ৯ উপজেলায় জুলাইয়ে একটি ডাকাতি, ছয়টি চুরি, একটি খুন, দু’টি ধর্ষণ। এছাড়া নারী ও শিশু নির্যাতন ১৩টি, নারী ও শিশু পাচার দু’টি, মাদকদ্রব্য ১৪২টি, অস্ত্র আইনে একটি ও অন্যান্য ৮৬টিসহ মোট ২৫৪টি মামলা দায়ের হয়েছে। জুনে এ সংখ্যা ছিলো ২৯১টি।
মহানগরীর ৮ থানায় জুলাইয়ে দু’টি রাহাজানি, চুরি ১৪টি, খুন চারটি, অস্ত্র আইনে দু’টি, দ্রæত বিচার একটি, ধর্ষণ পাঁচটি, অপহরণ একটি, নারী ও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার তিনটি, মাদকদ্রব্য ১৮৩টি এবং অন্যান্য আইনে ৩৬টিসহ মোট ২৬১টি মামলা দায়ের হয়েছে। জুনে এ সংখ্যা ছিলো ২৪৭টি। সভায় খুলনা জেলা পরিষদ চেয়াম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও কেএমপির প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।