মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাটোর দুই মিত্র দেশ তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ধাতু আমদানির উপর শুল্ক দ্বিগুণ করে দেয়ার একদিন পর শনিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ককে পথে আনার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ভুল ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, সেনা অভ্যুত্থানে সহযোগিতাদান কারীরাই নতুন পন্থায় আক্রমণ করছে। দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন ইস্যুতে সম্পর্ক খারাপ হয়ে পড়ে, যার মধ্যে অন্যতম হচ্ছে- সিরিয়াতে দুই দেশের স্বার্থ নিয়ে দ্ব›দ্ব, তুরস্কের রাশিয়া থেকে প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার উচ্চাকাক্সক্ষা, তুরস্কে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্ম যাজক এন্ড্রু ব্রানসনের চলমান বিচার যিনি তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগে অভিযুক্ত ইত্যাদি। ‘আপনি হুমকির ভাষা ব্যবহার করে এই জাতিকে পথে আনতে পারবেন না।’ কৃষ্ণ সাগরের তীরে ইউনি নামক তুর্কি শহরে এরদোগান তার সমর্থকদের উদ্দেশে একথা বলেন। ‘আমি আবারো যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন তাদের প্রতি আহŸান জানিয়ে বলতে বলতে চাই, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, আপনার ন্যাটোতে আপনাদের কৌশলগত সহযোগীর চাইতেও একজন যাজককে বেশি মূল্য দিচ্ছেন’। তুরস্কের মুদ্রা লিরা যা এই বছর ইতিমধ্যেই তার এক-তৃতীয়াংশ মূল্য হারিয়েছে যা এরদোগানের বৃহৎভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ভীতি সঞ্চার করেছে। তুরস্কের মুদ্রা লিরার মান ২০০১ সালের পরে এই প্রথম ১৮শতাংশের নিচে গিয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করার জন্য এরদোগানের জামাতা তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়ারাক শুক্রবার একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনার উন্মোচন করেছেন। শনিবার এরদোগান পুনরায় তুর্কিদের লিরার প্রতি তাদের অব্যাহত সমর্থন দিয়ে যাবার জন্য আহŸান জানান, যা তার ভাষায় ‘স্বাধীনতার জন্য যুদ্ধ।’ তিনি আরো বলেন-‘যদি আপনাদের বালিশের নিছে কোনো ডলার, ইউরো চাপা পড়ে থাকে তবে এগুলোকে বের করে ব্যাংকে দিয়ে এর পরিবর্তে তুর্কি লিরা নিন এবং এভাবে আমরা আমাদের এই স্বাধীনতার জন্য যুদ্ধে জয়লাভ করবো। কারণ এটি হচ্ছে সেই ভাষা যাতে তারা বুঝতে পারে।’ আনাদোলু, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।