রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ অধ্যক্ষ মো. সামছুল বারী আ.লীগের মনোয়নয়ন প্রত্যাশী হিসেবে শনিবার বিকেলে নান্দাইল চৌরাস্তায় শ্রমিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি তাকে মনোনয়ন দেন তবে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনেও তিনি আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক মো. লতিফুল বারী হামীম ও সাংবাদিক অ্যাডভোকেট হাবিবুর রহমান বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে আ.লীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ নান্দাইলের সিনিয়র ও জুনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ সামছুল বারী তার দীর্ঘ ৫১ বছরের রাজনৈতিক কর্মকান্ডের ব্যাখ্যায় বলেন, আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিলে শেখ হাসিনাকে নৌকার জয় উপহার দিতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।