Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিমদের শিশুদের পাশে রশিদ খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

 মাত্র ১৯ বছর বয়সেই নিজেকে বিশ্বসেরা স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করা আফগানিস্তানের তারকা রশিদ খান মহতী কাজ করতে যাচ্ছেন। দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। দেশবাসীর সেবা করতে চান আর্থিকভাবে। আর মহতী এই উদ্দেশ্যে প্রথমেই তিনি হাত বাড়ালেন দেশের এতিম শিশুদের দিকে।
যুদ্ধবিধ্বস্ত দেশটির এতিমদের সাহায্য করতে রশিদ খান একটি দাতব্য সংস্থা খুলতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন ‘রশিদ খান চ্যারিটি অর্গানাইজেশন।’ প্রতিষ্ঠানটির প্রাথমিক লক্ষ্য দেশের অন্তত ৫০০ এতিম শিশুকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা। শিক্ষা লাভে সহযোগিতা করার পাশাপাশি এতিমদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্য সেবাও দেবে রশিদ খানের প্রতিষ্ঠানটি।
১৯ বছর বয়সী তরুণ এই স্পিনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘সম্মানিত আফগান জনগণ, আপনাদের দোয়া ও শুভকামনায় আমি আমার প্রিয় দেশ এবং এই দেশের মানুষদের জন্য আরেকটি ভালো পদক্ষেপ গ্রহণ করেছি। রশিদ খান চ্যারিটি অর্গানাইজেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান খুলেছি।’
মাত্র ৪৪ ওয়ানডে ম্যাচে দ্রæততম ১০০ উইকেট শিকারের রেকর্ড অর্জন করা আফগান এই লেগস্পিনার মনে করেন, দেশের মানুষের দোয়া এবং শুভকামনার কারণেই ক্রিকেটে সফল হতে পেরেছেন তিনি। তাই এখন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। গণমাধ্যমে তিনি আরও জানান, ‘আমি রশিদ খান ফাউন্ডেশনের কাজ শুরু করেছি এতিম, দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে। এখন প্রতিদান দেওয়ার সময়, তবে অবশ্যই আপনাদের দোয়া ও সহযোগিতা দরকার।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ