Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

একতরফা সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র

যদি তাদের কাছে ডলার থাকে তাহলে আমাদের আছে আল্লাহ্ ও তুরস্কের জনগণ, আপনারা চিন্তা করবেন না : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, এতে একমাত্র যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে। তাদের স্বার্থ ও নিরাপত্তাজনিত ক্ষতি হবে এমন খামখেয়ালি সিদ্ধান্তে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে এরদোগান এ বিষয়ে তার দেশের অবস্থান তুলে ধরতে গিয়ে এসব কথা বলেছেন। এরদোগান লিখেছেন, ‘এমন একটি সময়ে যখন শত্রু দেশগুলো ওঁৎপেতে আছে সেই মুহূর্তে তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত নিয়েছে। যারা দশকের পর দশক ধরে আমাদের মিত্র। এই পদক্ষেপে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তাই বিঘিœত হবে’। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ছয় দশক ধরে ন্যাটো জোটের দুই সদস্য রাষ্ট্র পরস্পরের মিত্র হিসেবে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। স্নায়ুযুদ্ধ ও পরবর্তী সময়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে এক সাথে লড়াই করেছে। খবরে বলা হয়, তুরস্কের অর্থনীতি ধ্বংসের পাঁয়তারাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে সাবধান করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার মান আশঙ্কাজনক মাত্রায় কমে যাওয়ায় তিনি এ হুঁশিয়ারি দিলেন। কৃষ্ণসাগর সংলগ্ন রাইজ শহরে এক সমাবেশে তিনি জনগণকে চিন্তা না করতে বলেছেন। তিনি বলেন, তুরস্কের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চলছে। এ নিয়ে আপনারা চিন্তা করবেন না। যদি তাদের কাছে ডলার থাকে তাহলে আমাদের আছে আল্লাহ্ ও তুরস্কের জনগণ। তিনি আরো বলেন, আপনারা জেনে রাখুন আমরা গতকালের থেকে আজ ভালো আছি। আগামী কাল আমরা আরো ভালো থাকবো এ নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে দেশটির অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক অর্থনীতি নিয়ে তুরস্কের পরবর্তী পরিকল্পনা জানাতে সংবাদ সম্মেলন করেছেন। প্রসঙ্গত, তুরস্কের দুই পণ্যে শুল্ক বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে তুরস্কের অ্যালুমিনিয়াম ও স্টিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আগের চেয়ে দ্বিগুণ কর (অ্যালুমিনিয়ামে ২০ শতাংশ ও স্টিলে ৫০ শতাংশ) দিতে হবে। শুক্রবার ট্রাম্প এ ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই বিষয়টি নিয়ে ফোনালাপ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। দুই নেতার ফোনালাপে সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর দিয়েছে মধ্যপ্রচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। তবে ফোনালাপের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ইরানের ওপর অবরোধ আর চীন ও রাশিয়ার পণ্যে শুল্ক বসানোর পর এবার তুর্কি পণ্যে দ্বিগুণ কর বসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি তুরস্ক থেকে আমদানি করা পণ্যে কর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্য কমার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবরে বলা হয়েছে, লিরার মান আকস্মিক কমতে কমতে এক ডলারের বিপরীতে এখন ৫.৯৪ লিরা পাওয়া যাচ্ছে। আল-জাজিরা, আনাদোলু, ডেইলি সাবাহ, আল-জাজিরা।



 

Show all comments
  • হাবিব ১ সেপ্টেম্বর, ২০১৮, ৪:০৮ পিএম says : 0
    আগামী 2019 সালের মাঝামাঝি সময়ে বিশ্বে মাকিনি ডলার নৗচে পড়ে যাবে তখন পতন ঘটবে আমেরিকার.
    Total Reply(0) Reply
  • ১ সেপ্টেম্বর, ২০১৮, ৪:১১ পিএম says : 0
    তুরস্ক তার নিজস্ব মুদ্রা দিয়ে লেনদেন শুরু করেছে কাজেই আর ডলারের কোন প্রয়োজন নেই. একই ভাবে সব দেশ নিজস্ব মুদ্রায় লেনদেন করবে যাতে আমেরিকার ডলার গিয়ে পড়ে তলানিতে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ