বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু বাঙালির চিরায়ত ঐতিহ্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সানার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। গতকাল (শুক্রবার) পাঁচলাইশ সোনাপুর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা, দায়া মাহফিল ও খতমে কোরানের আয়োজন করা হয়েছে। পাঁচলাইশ ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা আবদুস শাকুর ফারুকী, সেলিম রণিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ শুরু করে। পরবর্তীতে স্বাধীনতা বিরোধী শক্তি ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে। দুর্নীতি, হত্যা, লুণ্ঠনের অপরাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতি পেছনের দিকে ঠেলে দয়। কিন্তু বাঙালি মাথা নোয়াবার জাতি নয়। এই বাংলার জনগণ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।