Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে শিক্ষার্থীদের শোভাযাত্রা

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

ছাত্র-ছাত্রীদের ৯দফা দাবি মেনে নিয়ে তা কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালী করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত একটি র‌্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে এসে মিলিত হয়। এ সময় র‌্যালীতে সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদ্রাসা, বালিকা উচ্চ বিদ্যালয়সহ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ও উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ মুনির, উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: শামছুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সত্য রঞ্জন দে, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম নুরু, মোঃ হোসেন, বাবর মোল্লা, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রুবেল, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ ইউছুফসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোভাযাত্রা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ