Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জ মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১:৩৬ পিএম

আজ ৯ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট এর আয়োজনে ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূরুল হুদা খাঁন, ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মামুন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনন্দ শোভাযাত্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ