Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় শানশানের কবলে জাপান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানী টোকিওর দিকে ধেয়ে আসা শক্তিশালী এক ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে জাপান। ঘূর্ণিঝড়টি রাজধানী টোকিওয়ের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে এবং এর কারণে বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ ও ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আবহওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। ‘শানশান’ নামের এ ঘূর্ণিঝড়টি এখন দুই মাত্রার শক্তি নিয়ে এগোতে থাকলেও জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্বাংশের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ‘শানশান’ নামটি চীনা মেয়েদের নাম থেকে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে এটি টোকিওর কাছাকাছি পৌঁছে যাবে এবং সম্ভবত ওই দিক সকালেই টোকিওর ব্যস্ত সময়ে নগরীটিতে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়ের কারণে টোকিও ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ মিলিমিটারের (১৪ ইঞ্চি) মতো বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার (১১১ মাইল/ঘন্টা) বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া সংস্থা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ