Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে থেমে থেমে ভারী বর্ষণ ও সাগরে অস্বাভাবিক পানি বেড়েছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৯:৫৭ পিএম

আমাবশ্যা তিতিতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোমবার সন্ধ্যার পর থেকে কক্সবাজার এলাকায় থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

রাতে সাগরে পানি বাড়তে শুরু করেছে। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখার সময় সেন্টমার্টিনসহ সমুদ্র উপকূলে ৪/৫ পাঁচ ফোট পানি বেড়ে বাসা বাড়ি ও দোকান পাট তলীয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরিতেও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।

সেন্টমার্টিন থেকে আব্দুর রহীম নামের একজন জানিয়েছেন তিনি অতীতে এরকম পানি কোন সময় দেখেননি। বাসাবাড়ি ও দোকানে পানি ডুকে পড়েছে। সাগরের পানি দ্বীপের সমান হয়ে গেছে।

শহরের ব্যাংকার জসীম উদ্দিন সাঈদ জানিয়েছেন, বাঁকখালী নদীতে জোয়ারের পানি
অস্বাভাবিকভাবে বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় সিত্রাং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ