বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়া এবং ২০নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এই আদেশ দেন।
ডিবি পুলিশ জানায়, কাউন্সিলর গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে নিরাপদ সড়ক চাই শীর্ষক চলমান ছাত্র আন্দোলনকে বেগবান, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নসহ সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাÐ করতে গত রোববার বিকালে কুসিকের ২০ নং কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজের সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকার বাড়িতে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্¦ে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় কাউন্সিলর গোলাম কিবরিয়া পালিয়ে যেতে সক্ষম হলেও কাউন্সিলর সুরুজকে আটক করা হয়। পরে কিবরিয়াকে ওই দিন সন্ধ্যায় নগরীর পালপাড়া থেকে আটক করা হয়। কোতয়ালী মডেল থানায় কাউন্সিলর কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে এবং কাউন্সিলর সুরুজের বাড়িতে গোপন বৈঠকের অভিযোগে দুই কাউন্সিলরসহ ১৪জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়।
ডিবি কুমিল্লার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, দুই কাউন্সিলরকে গত সোমবার আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ওই দিন তাদের রিমান্ড মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গতকাল আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে ফোনালাপে আন্দোলনরত শিক্ষার্থীদের উসকে দেয়ার অভিযোগে গত রোববার সকালে কুমিল্লার বরুড়ার দেওড়া গ্রাম থেকে কাউন্সিলর সুরুজের ছেলে ব্যরিস্টার মিলহানুর রহমান নওমীকে ঢাকার ডিবির একটি টিম আটক করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।