রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে জয়পুরহাটে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। গতকাল মঙ্গলবার সকালে র্যালিটি শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে জয়পুরহাট রামদের বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন ও পুলিশ সুপার মো. রশিদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, রেডক্রিন্টে জয়পুরহাট ইউনিটের সেক্রেটারি গোলাম হক্কানী, পিপি অ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব নন্দলাল পার্শী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, শিক্ষর্থীদের যৌক্তিক আন্দোলন সরকার মেনে নিয়ে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনেতে আইন প্রণয়ন করেছে। ওই আইন সকলে মেনে চললেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হবে। তাই ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি তার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।