Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বামীর নারী সহ-শিল্পীদের নিয় ঈর্ষান্বিত ছিলেন ক্রিসি টিগেন

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

মডেল ও লেখিকা ক্রিসি টিগেন জানিয়েছেন তার স্বামী জন লেজেন্ডের একটি মিউজিক ভিডিও চিত্রায়নের সময় তিনি ঈর্ষার কারণে পাগলের মত আচরণ করেছিলেন। টুইটারে তিনি এই ঘটনাটির বিবরণ দিয়ে একটি পোস্ট দিয়েছেন। ৩২ বছর বয়সী মডেলটি উল্লেখ করেন- আন্ড্রে থ্রি থাউজ্যান্ডের সঙ্গে তার স্বামী লেজেন্ডের ‘গ্রিন লাইট’ গানটির ভিডিও চিত্রায়নের সময় সেটে এক নারী শিল্পীর সঙ্গে তার স্বামীর বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। টিগেন টুইট করেছেন : “মজার তথ্য হল- এই বিপর্যয়ের কারণ ছিল ঈর্ষা, ভিডিওর সেটে এতোসব মানুষের সামনে আমি একজন বেকুব আর বিব্রতকর মানুষে পরিণত হয়েছিলাম।” এক ভক্ত তাকে জিজ্ঞাস করে এই জন্যই কি গানটি তার সবচেয়ে কম প্রিয়? টিগেন জবাব দেন : “অবচেতনভাবে হয়তো তাই, তবে আমার কাছে গানটিতে আবেগের আতিশয্য আছে বলে মনে হয়। তোমাকে ভালবাসি জনি!” লেজেন্ডের ‘স্টেরিও’ গানের সেটেই টিগেন-লেজেন্ডের প্রথম দেখা হয়। ২০১৩তে তারা বিয়ে করেন। তাদের দুই সন্তান- লুনা ও মাইলস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ