Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে জাতীয় ইসলামি মহাজোটের ১৫২ প্রার্থী তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১:২৫ এএম

আসন্ন ১১তম জতীয় সংসদ নির্বাচনে জাতীয় ইসলামি মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দেশের ১৫২টি সংসদীয় আসেনের জন্য জাতীয় ইসলামি মহাজোটের ১৫২ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকা সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিবেচনার জন্য পেশ করা হবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১১তম সংসদ নির্বাচনের জন্য জাতীয় ইসলামি মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওহাহেদ ফারুক। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সুষ্ঠ, সুন্দর, সুশৃংখল ও নিয়মতান্ত্রিক চর্চা অপরিহার্য। আমরা এই রাজনৈতিক চর্চা করে দেশে শান্তি স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রের বিকাশ এবং এর সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি প্রবতন করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, তার ধারাবাহিকতায় জোটের দেয়া ঘোষণা অনুযায়ী আসন্ন ১১তম সংসদীয় আসনে যোগ্য প্রার্থী যাচাই বাচাই পূর্বক প্রাথমিক তালিকা প্রণয়ণ করা হয়েছে। জোট গঠনের নীতিমালার ০৫ ধারা অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে বিবেচনার জন্য পেশ করা হবে।
সারা দেশের ১৫২ সংসদীয় আনের জন্য যাদেরকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, নোয়াখালী-১ এর জন্য আলহাজ্ব আবু নাছের ওয়াহেদ ফারুক, ঢাকা-৫, নারায়ণগঞ্জ-১ ও ২ এর জন্য কেএম আবু হানিফ হৃদয়, চট্টগ্রাম-১০ এর জন্য আবুল হাছানাত, ময়মনসিংহ-৭ এর জন্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার কামাল হোসেন, কিশোরগঞ্জ-২ এর জন্য মীর আবু তৈয়ব মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা-৮ এর জন্য আমিনা মোর্তুজা টালি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ