Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুযোগ পেয়েই জ্বলে উঠল ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম ওয়ানডে। সেই হিসেবে আয়ারল্যান্ড সফরে গত পরশুই প্রথম মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। সুযোগ পেয়েই আলো ছড়িয়েছে মমিনুল হকের দল। ওকে হিল মাঠে ৮৭ রানের রানের বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। আর সেই ম্যাচে আল ছড়িয়েছেন তরুণ ব্যাটসম্যান জাকির হাসান ও পেস বোলার শরিফুল ইসলাম।
টস হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করে মুমিনুল হকের দল। সাইফ-জাকিরের ওপেনিং জুটিই যোগ করে ১৩৯ রান। সেখানে সাইফের অবদান অবশ্য ৭৪ বলে ৩৭। তবে জাকির (৯২ বলে ৯২) খেলছিলেন হাত খুলে। এমন ভিতে দাঁড়িয়ে মোহাম্মদ মিঠুন ও মুমিনুল (৩৪ বলে ২৩) কিছু করতে না পারলেও দুই মিডল অর্ডার আল আমিন (৪৯ বলে ৪৭) ও ফজলে রাব্বি (৪১ বলে ৫৩) ‘এ’ দলে ডাক পাওয়াটা কাজে লাগিয়েছেন। শেষ ১০ ওভারে ৭৪ রান তোলে বাংলাদেশ ‘এ’।
জবাবে টাইগারদের দলীয় বোলিং আক্রমণের সামনে ৪৭ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। শরিফুল নেন ৩ উইকেট, দুটি করে নেন খালেদ, সানজামুল ও সাইফউদ্দিন। আজ পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ