মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধী দলীয় নেতা নেলসন চামিসা দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলকে প্রত্যাখান করেছেন। চামিসার দাবি, নির্বাচন কমিশন কোন রকম ভোট যাচাই না করে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির নেতা এমারসন এমনানগাগওয়াকে বিজয়ী ঘোষণা করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নির্বাচন কমিশন নেলশন চামিসার অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুরো নির্বাচনে কোন রকম চাতুরীর আশ্রয় নেওয়া হয়নি। এদিকে, জিম্বাবুয়েতে অনুষ্ঠিত মুগাবেবিহীন প্রথম নির্বাচনে জয় পাওয়ার পর দেশে ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া। রবার্ট মুগাবের টানা চার দশকের শাসনের পর গত বছর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হয়েছিলেন এমারসন। কিন্তু বিরোধীরা এখনো ভোটের ফল মেনে নেয়নি। বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা ভোটের ফল ঠিকভাবে যাচাই করে দেখার দাবি জানিয়েছেন। যাচাই না করেই ভুয়া ফলের ভিত্তিতে এমারসনকে জয়ী করা হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছেন তিনি। বিরোধীদের ভোটের এ ফল প্রত্যাখ্যানের মুখেই এমারসন দেশের জনগণকে তার সঙ্গে একতাবদ্ধ থাকার আহŸান জানিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।