Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পর্যায়ে ঘাটতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে ৭২৯৮টি কর্মকর্তা পদে ঘাটতি রয়েছে। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার পদ রয়েছে ১১৩৫২টি, কিন্তু কর্মকর্তা রয়েছে ৯৭৪৬ জন। প্রয়োজনীয় সংখ্যা থেকে এটা ১৬০৬ জন কম। এমনকি বিমান বাহিনীতেও কর্মকর্তার ঘাটতি রয়েছে ১৯২ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার পার্লামেন্টকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাস ভামরে পার্লামেন্টকে জানান, “২০১৮ সালের ১ জানুয়ারির হিসেব অনুযায়ী সেনাবাহিনীর জন্য ৪৯,৯৩৩টি কর্মকর্তার পদের অনুমোদন রয়েছে, কিন্তু কর্মকর্তা রয়েছে বর্তমানে ৪২,৬৩৫ জন। নির্ধারিত সংখ্যার চেয়ে এটা ৭২৯৮ জন কম”। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা এটা পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার মেলার আয়োজন, প্রদর্শনী, মিডিয়া প্রচারণা ইত্যাদি যাতে তরুণদের সশস্ত্র বাহিনীর প্রতি আকৃষ্ট করা যায়। তবে অভিজ্ঞ সেনা কর্মকর্তারা বলেছেন যে, সরকারের তরুণদের উৎসাহিত করার মতো কর্মসূচির অভাব রয়েছে। স্পুটনিক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ