Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকায় চীনের বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ভারতের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

শ্রীলংকার আরো বন্দরে বিনিয়োগের জন্য চীন ছুটে আসার প্রেক্ষাপটে ভারত আশঙ্কা করছে, এটি করা হচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের অবস্থান জোরদার করার জন্য। চীন স¤প্রতি শ্রীলংকাকে একটি ফ্রিগেটও উপহার দিয়েছে। এক সরকারি কর্মকর্তা বলেন, দুই এশিয়ান পরাশক্তি ভারত ও চীনের জন্য নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে আবির্ভূত হতে শুরু করেছে শ্রীলংকা। শ্রীলংকায় আগামী তিন বছরে তিনটি গুরুত্বপূর্ণ বন্দরের উন্নয়নে চীন, শ্রীলংকা বন্দর কর্তৃপক্ষ ও ভারত ৭০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাচ্ছে। স¤প্রতি শ্রীলংকাকে উপহার দেয়া ফ্রিগেটের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও বাজার পর্যবেক্ষকেরা ধারণা করছেন, এটি হতে পারে টাইপ ০৫৩ কিংবা টাইপ সি২৮এ বা সি১৩বি করভেট। কারণ অন্যান্য যেসব দেশে চীন রণতরী রফতানি করে, তার মধ্যে এই তিনটি শ্রেণিই সবচেয়ে বেশি দেখা যায়। ওই কর্মকর্তা উল্লেখ করেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের অগ্রযাত্রা সতর্কভাবে দেখা হলেও সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেব নিয়মিতভাবে জাহাজ হস্তান্তর করা হয়। আর ভারতও নিকট অতীতে তা করেছে। শ্রীলংকার বন্দরগুলোতে বিনিয়োগ করা ছাড়াও ভারত এখন ইরানের চাহাবার বন্দরের দুটি বার্থ ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছ, মিয়ানমারের সিত্তুই ও পেলেতওয়া বন্দরের অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা

১৩ মে, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ