বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে দেশে তখন উন্নয়ন হয়। তারই প্রমাণ যমুনা তীর সংরক্ষণ বাঁধ , শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি, পৌর সভার উন্নয়ন ব্রক্ষপুত্র নদে বড় দুইটি ব্রীজ, মানুষের সুবিধার্থে রাস্তা, ঘাট ব্রীজ-কালভাট সহ সোলার প্যানেল, গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প দিয়ে মানুষে জীবন যাত্রা মান উন্নত করেছে। তাই আগামী তো উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গতকাল জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শীঘ্রই উদ্বোধন করার লক্ষে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেল্্থ টেকনোলজি মিলনায়তনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় সহকারী কমিশনার মোঃ মাইন উদ্দিন প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহানী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শহীদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে ইসলামপুরে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প, ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২শ ৮৯ মেট্রিক টন চাল ও ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন দেওয়ানগঞ্জ-কুলকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ২শ ৪ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ২টি সেতু এবং ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেল্্থ টেকনোলজি পরিদর্শন করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।