Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

এ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই

-বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বাম গণতান্ত্রিক জোট’র নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কোন লক্ষণ নেই। খুলনা-গাজীপুর সিটি নির্বাচন ও সদ্য সমাপ্ত তিন কর্পোরেশন নির্বাচনের পর এসত্য আরো একবার স্পষ্ট হয়ে উঠেছে। তারা বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের যেখানে এমন হাল সেখানে জনগণের ম্যান্ডেটবিহীন জাতীয় সংসদ বহাল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ কোথায়।
স¤প্রতি অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট’র সংবাদ সম্মেলনে এ কথা বলেন নেতারা। পুরানা পল্টন মৈত্রী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এতে লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বাম জোটের নেতারা বলেন, সরকার দলের ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের শক্তি প্রয়োগে ভোট প্রদানে বিরত রাখার মাধ্যমে সদ্য অনুষ্ঠিত রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে তামাশার নির্বাচনে পরিণত করেছে। তারা এসব সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল ও পুনির্বাচনের দাবি জানান।
এছাড়া বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ ও নতুন নির্বাচন কমিশনের গঠন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার দাবি করেন তারা। সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের আন্দোলন এগিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। এ আন্দোলনে বাম জোটের পক্ষে থাকার জন্য দেশবাসীর কাছে আহবান জানান হয় সংবাদ সম্মেলন থেকে। নেতৃবৃন্দ বলেন, এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের তৎপরতা ও নির্বাচন কমিশনের ভূমিকা ২০১৪ সাল থেকে আওয়ামী লীগ যেভাবে একতরফা দেশ শাসনের বন্দোবস্ত কায়েম করেছে, তারই ধারাবাহিকতা। এবং এই নির্বাচন বুঝিয়ে দিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনও আদৌ ন্যূনতম গ্রহণযোগ্য বা গণতান্ত্রিক কায়দায় করার বিন্দুমাত্র কোন ইচ্ছা এই সরকারের নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ নেতাদের মধ্যে বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবি’র আবদুল্লাহ ক্বাফী রতন ও রাগিব আহসান মুন্না, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহŸায়ক হামিদুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ। এছাড়া তিন সিটি নির্বাচনের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী, মুরাদ মোর্শেদ, আবু জাফর, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ