Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের মুখ থেকেই শুনতে চান ম্যুলার

রাশিয়ার বিরুদ্ধে তদন্ত বন্ধের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্তে ডোনাল্ড ট্রাম্প লিখিত ভাবে প্রশ্নের জবাব দিতে সম্মত ছিলেন। তবে লিখিত নয়, ট্রাম্পের মুখ থেকে সরাসরি প্রশ্নের জবাব শুনতে চান তদন্তকারী ও এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট ম্যুলার। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। রাশিয়ার আঁতাত নিয়ে বিশেষ পরামর্শক ম্যুলার প্রশ্ন কমিয়ে দেয়ারও প্রস্তাব দিয়েছেন। তারপরও তিনি ট্রাম্পের মুখ থেকেই শুনতে চান সবকিছু। ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিলানি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেসিডেন্টের টিম ম্যুলারের প্রস্তাবটি পেয়েছে। আমরা ওই প্রস্তাবের জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছি। অপর এক খবরে বলা হয়, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্ত বন্ধের আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টুইটারে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনের প্রতি এ আহবান জানান তিনি। সিরিজ টুইটে নিজের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগকে ‘পুরোপুরি ভঁভওতাবাজি’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ পরিস্থিতি। আমাদের দেশকে আরও কলঙ্কের দিকে নিয়ে যাওয়ার আগে অ্যাটর্নি জেনারেলের উচিত এখনই এই উইচ হান্ট বন্ধ করা।’ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী সাবেক বিশেষ কাউন্সেলর রবার্ট ম্যুলারেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি তাকে সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্র হিসেবে আখ্যায়িত করেন। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট ম্যুলারও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থক। ট্রাম্প রিপাবলিকান পার্টি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই রিপাবলিকান সমর্থকের সমালোচনা করলেও তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ দিতে পারেননি। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ