মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। স¤প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও নতুন তথ্যপ্রমাণের ভিত্তিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ দাবি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, উত্তর কোরিয়া তরল জ্বালানি চালিত একটি অথবা দু’টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করে যাচ্ছে। পিয়ংইয়ংয়ের বাইরে সানুমদংয়ের কারখানায় এ প্রক্রিয়া চলছে। এই কারখানাতেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল। গত ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরের দিন নিজ দেশে ফিরে তিনি টুইট করেন,‘উত্তর কোরিয়ার তরফ থেকে আর কোনো পারমাণবিক হুমকি নেই। এবার সবাই শান্তিতে ঘুমান।’ কিন্তু কিম জং উন নিজ দেশে পরমাণু ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধের কোনো ঘোষণা প্রকাশ্যে দেননি। কিম জং উনের কাছ থেকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে কোনো দৃঢ় প্রতিশ্রুতি নিশ্চিত না করার জন্য দেশের অভ্যন্তরে সমালোচিত হয়ে আসছেন ট্রাম্প। এ অবস্থায় মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, উত্তর কোরিয়ার কারখানায় আগের মতোই কাজ চলছে, তারা তা দেখেছেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএনএন, রয়টার্স,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।