বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এখানে সেখানে ঘুরাঘুরি কোন লাভ নেই জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সমস্যার সমাধান নাজিমউদ্দিন রোডে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, এখানে সেখানে এতো ঘোরাঘুরির দরকার কি? গাড়ি নিয়ে নাজিমউদ্দিন রোডের কারাগারে যান। সেখানে মিথ্যা মামলায় বন্দি বেগম জিয়ার সঙ্গে আলোচনায় বসুন। সমস্যা আপনারা সৃষ্টি করেছেন সমাধান তিনি (বেগম খালেদা জিয়া) করবেন।
গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যা শুরু করেছেন আমি তাকে বলবো যদি দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চান বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আলোচনায় বসেন। সিপিবির সাথে বাসদের সাথে বসেছেন তার জন্য ধন্যবাদ কর্নেল অলির সাথে টেলিফোনে কথা বলেছেন তার জন্যও ধন্যবাদ। তবে এক নম্বরের সাথে আলোচনা না করে ১০ নম্বর ২০ নম্বরের সাথে আলোচনা করে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না।
সাবেক এই এমপি বলেন, ৯০’র গণঅভ্যূত্থানের পর এরশাদকে বাদ দিয়ে বিরোধী দলের সাথে আলোচনা করে নির্বাচন হয়েছে। আন্দোলনে গেলে এবারও কিন্তু শেখ হাসিনার সাথে কোন আলোচনা হবে না। শেখ হাসিনা বাদে অন্যান্য রাজনৈতিক দল আলোচনা করে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে জন্য প্রধানমন্ত্রীকে বলবো যেভাবে আপনি নির্বাচনে যান বা ক্ষমতায় যান না কেন, আমরা কিন্তু আপনার সাথে আলোচনার কথা বলেছি। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধক্ষ্য সেলিম ভ‚ইয়া, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধক্ষ্য ও কৃষকদলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।