Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল সেলাই মেশিনসহ আটক ৩ ৫৬ মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

রাজধানীর পুরান ঢাকার কোতয়ালী থেকে বিপুল পরিমাণ নকল সেলাই মেশিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি নকল সেলাই মেশিন ও সেলাই মেশিনের নকল স্টিকার জব্দ করা হয়েছে। বিভিন্ন কোম্পানির সেলাই মেশিন নকল করে বাজার করার অভিযোগে গত রোববার রাতে এ অভিযান চলে। গতকাল সিআইডি কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার কোতয়ালি থানার পাটুয়াটুলী লেনের একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাকিব হোসেন, মো. হেলাল ও মো. রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী ৫৩টি বাটারফ্লাই ও ৩টি সিঙ্গার নকল সেলাই মেশিনসহ ৫০টি বাটারফ্লাই মেশিনের স্টিকার ও বার্ডফ্লাই মেশিনের ১৮টি স্টিকার জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ