Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বালতি থেকে মা ও মেয়ের গলিত লাশ উদ্ধার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১:৪৪ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় মা-মেয়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ডি ব্লকের একটি বাসার তালা ভেঙে এ লাশ দু'টি উদ্ধার করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব।

জানা যায়, সকালে নগরীর ঝালোপাড়ার ডি ব্লকের মোস্তফা মিয়ার বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথরুমের ভেতরে মা-মেয়ের লাশ দেখতে পায়। পরে লাশ দু'টি উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, দক্ষিণ সুরমার ঝালোপাড়া থেকে ২-৩টি লাশ উদ্ধার করা হয়েছে বলে আমি শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ অবস্থান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে

১২ সেপ্টেম্বর, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ