রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের নান্দাইলে হাসপাতাল এলাকার একটি ডায়গনোস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নান্দাইল হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ম্যাডিটেপ ডায়নোস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার আব্দুল আলিম কে আটক করে নান্দাইল মডেল থানায় সোর্পদ করে। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। সে ম্যাডিটেপ ডায়নোস্টিক সেন্টার ছাড়াও নান্দাইল প্রাইভেট হাসপাতালে চিকিৎসায় কর্মরত ছিল। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সাথে কথা হলে তিনি জানান, আব্দুল আলিম যে রেজিস্ট্রেশনটি ব্যবহার করেন সেটি ভুয়া অন্য জনের রেজিস্ট্রেশন নাম্বার। তিনি আরো বলেন, আটককৃত আলিমকে নান্দাইল মডেল থানায় সোর্পদ করা হয়েছে। অভিযানকালে নান্দাইল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আকাইদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।