মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রতি আচরণে পরিবর্তন না আনলে যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী ও স্পর্শকাতর অংশীদার হারাতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময়ে যাজক ব্রæনসন থাকছে না। তুরস্ক সিদ্ধান্ত থেকে সরে আসবে না। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময়ে যাজক ব্রæনসনের বিষয়টি থাকবে না। যদিও এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য নিষেধাজ্ঞার এ হুমকিকে মনস্তাত্তি¡ক লড়াই বলে আখ্যায়িত করেছেন এরদোগান। তিনি বলেন, এটি মনস্তাত্তি¡ক লড়াই। নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও আমরা সিদ্ধান্ত থেকে সরে আসব না। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র যদি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহে ব্যর্থ হয়, তবে আঙ্কারা আন্তর্জাতিক সালিশে যাবে। এতে অন্যান্য বিকল্পও আছে বলে জানান তিনি। বিতর্কিত আধ্যাত্মিক নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক ও ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে যাজক ব্রæনসনকে আটক করে তুরস্ক কর্তৃপক্ষ। ২১ মাস কারাবন্দি থাকার পর স¤প্রতি তিনি মুক্তি পেয়েছেন। তবে চলতি সপ্তাহে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে ৩৫ বছরের কারাদÐের সাজা ভোগ করতে হবে তাকে। ট্রাম্প বলেছিলেন, যদি আঙ্কারা ব্রæনসনকে ছেড়ে না দেয়, তবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অপর এক খবরে বলা হয়, মার্কিন যাজক এন্ড্রু ব্রুনসনকে মুক্তি না দিলে তুরস্কের ওপর অবরোধ আরোপের হুমকি দিলে উভয়দেশের সম্পর্কের তিক্ততা দেখা দেয়। এরপরই ট্রাম্পের উদ্দেশ্যে এরদোগানের প্রথম মন্তব্য, ‘আপনি অবরোধ আরোপ করে তুরস্ককে পিছু হটাতে পারবেন না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের মনোভাবের পরিবর্তন না করে, তাহলে তুরস্কের মত শক্তিশালী ও প্রকৃত বন্ধুকে তাদের হারাতে হতে পারে। ব্রুনসন ইজমির এজেন শহরে একটি প্রটেস্টান্ট গির্জা পরিচালনা করতেন। সন্ত্রাসের অভিযোগে তুরস্ক তাকে কারারুদ্ধ করলে ন্যাটো জোটের এই দুই সদস্যের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। রয়টার্স,স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।