Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়েল হত্যার বিচারের দাবি নর্থ সাউথ শিক্ষার্থীদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। গতকাল শনিবার দুপুরে নর্থ সাউথের সামনে তারা এ মানববন্ধন করেন। এ সময় তারা হানিফ পরিবহনের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, নির্মম হত্যাকান্ডে দোষীদের বিচারের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে কার্যকর করতে হবে। দেশব্যাপী হানিফ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সাইদুর রহমান পায়েলের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেয়া, সবার জন্য নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, পরিবহন ও যাত্রীসেবা, নিরাপত্তা নিশ্চিতকরণে যুগোপযোগী আইনের প্রণয়ন ও প্রয়োগের দাবি জানান তারা।
পায়েলের সহপাঠী হাবীব কাওসার বলেন, আমরা এই সব দাবির দ্রুত বাস্তবায়নে প্রশাসন, আইনপ্রণয়ন ও প্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগসহ সরকার ও সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বিচার না হওয়া পর্যন্ত তাদের এই মানববন্ধন কর্মসূচি চলবে বলেও তিনি জানান। গত ২১ জুলাই চট্টগ্রাম থেকে বন্ধুর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন পায়েল। পথে রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যানজটে পড়ে বাসটি। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাস থেকে নিচে নামেন পায়েল। বাসে উঠার সময় বাস চালকের গাফলতিতে পায়েল আহত হয়। বিষয়টি লুকাতে চালক, তার সহকারী ও সুপারভাইজার পায়েলকে ব্রিজ থেকে খালে ফেলে দেয়। পর দিন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন পায়েলের মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ