বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলমান সংসদ বহাল রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কাজেই নির্বাচনের তিন মাস আগে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। সেই সাথে বর্তমান নির্বাচন কমিশনকেও ঢেলে সাজাতে হবে। বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে পরিচয় দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংবিধানে তত্ত¡াবধায়ক সরকারের বিল পুনরায় সংযোজন করতে হবে। কেননা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আমেলার সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শায়খুল হাদীস মকবুল হোসাইন, মুফতী হেমায়েতুল্লাহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।