Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বসতি স্থাপন করছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন করতে যাচ্ছে। সেখানে ফিলিস্তিনি এক নাগরিক তিন ইসরাইলিকে ছুরিকাঘাত করলে তাদের একজন মারা যায়। এ হামলার ঘটনার পরই ইসরাইল পশ্চিম তীরে বসতি স্থাপন করতে যাচ্ছে। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান একথা জানান। হামাস শাসিত ভূখÐের স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে দু’টি পৃথক ঘটনায় ইসরাইলি সৈন্যরা দুই ফিলিস্তিনি নাগরিককে মাথায় গুলি করার পর এমন ঘোষণা দেয়া হলো। এ দু’জনের একজন শিশু। সেখানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ মৃত্যুর ঘটনা। ভয়াবহ ছুরি হামলার ঘটনার একদিন পর জেরুজালেমের উত্তরাঞ্চীয় বসতি আদমের বিভিন্ন ইউনিটে নতুন করে ৪০০ বসতি স্থ্পানের ঘোষণা দিয়ে টুইটারে এক বার্তায় লিবারম্যান লিখেছেন, সন্ত্রাসবাদের সর্বোত্তম জবাব হচ্ছে বসতি সম্প্রসারণ। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ