বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটির বাঘাইছড়িতে সশস্ত্র তিন আঞ্চলিক সন্ত্রাসীদের মধ্যে ২ ঘন্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে বন কুসুম চাকমা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে বলে জানাগেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার সময় বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের দাঙ্গাছড়া, রাইন্না ছড়া ও বেতাগী ছড়া এলাকায় সংস্কারপন্থী জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফ এর সাথে মূল ইউপিডিএফর সশস্ত্র সন্ত্রাসীরা বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এই বন্দুকযুদ্ধে অন্তত চারশো রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এতে করে দাঙ্গা ছড়া এলাকায় জেএসএস (এমএন-লারমা) গ্রæপের বন কুসুম চাকমা প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে এই ঘটনায় ইউপিডিএফ মূল দলেরও দু’জন গুলিবিদ্ধ হয়েছে এমন তথ্য পেলেও তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির জানান, নিহতের লাশ উদ্ধারের ব্যাপারে আমরা নিরাপত্তা বাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তিনি জানান, এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ কেউ দায়ের করেনি। এদিকে ঘটনার পরপরই বাঘাইহাট জোনের সেনা সদস্যরা উক্ত তিনটি এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় উক্ত এলাকায় বন্দুকযুদ্ধের বিভিন্ন আলামত পাওয়ার পাশাপাশি বিপুল পরিমান মনুষ্য রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পেয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।