Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতায় বন্ধ মারাঠা বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ভারতের মহারাষ্ট্রে মারাঠা কোটার দাবীতে চলমান বিক্ষোভ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে, চাকরিতে মারাঠাদের আলাদা কোটার দাবীতে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে বুধবার বিকেলে আন্দোলন সহিংসতায় রূপান্তরের কারণ দেখিয়ে তা বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকালে এই আন্দোলন শুরু হয়। এই সময় পুরো মুম্বাইকে অবরুদ্ধ করে রাখেন মারাঠা ক্রান্তি মোর্চার নেতৃত্বে বিক্ষোভকারীরা। পরে স্থানীয় সময় বিকাল ৩টায় আন্দোলনের নেতা বিরেন্দ্র পাওয়ার আন্দোলন বন্ধের ঘোষণা দেন। তিনি বলেছেন তারা কখনই সহিংসতা চাননা। তারা শুধু মারাঠা জনগোষ্টির একতা প্রমাণ করতে চেয়েছিলেন। পাওয়ার বলেন, ‘আমরা শুধু দেখাতে চেয়েছিলাম আমরা একতাবদ্ধ রয়েছি এবং তা আমরা প্রমাণে সক্ষম হয়েছি। আমরা কখনই চাইনি আমাদের আন্দোলনে সহিংসতা ছড়াক। তাই আমরা আজকের মুম্বাই অবরোধ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।’ তিনি আরো বলেন, ‘আমরা সন্দেহ করছি, কিছু লোক রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে সহিংসতা ছড়িয়েছে। না হলে আমাদের পূর্বের মতোই শান্তিপূর্ণ থাকার কথা ছিলো। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী সংহিংসতাকারীরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছিলো। খবরে বলা হয়, ভারতের এ গুরুত্বপূর্ণ রাজ্যটিতে সোমবার থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। সেদিন মারাঠা গোষ্ঠীর একজন আন্দোলনকারী প্রতিবাদে সেতুর ওপর থেকে লাফিয়ে জীবনাবসান ঘটালে এ আন্দোলন তীব্রতা পায়। মঙ্গলবার আরো এক প্রতিবাদকারী বিষপানে আত্মহত্যা করেন। একই দিনে প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাও নিহত হন বলে জানা যায়। অঞ্চলটিতে প্রায় ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হলে মুম্বাইয়ের কাছে থানে শহরে বুধবার প্রথমবারের মতো বিপর্যয় দেখা দেয়। থানে পুলিশের এক মুখপাত্র সুখাদা নারকার এএফপিকে জানান, থানের কাছে পাথর নিক্ষেপ ও অগ্নিকাÐের ঘটনা জানার পর আমাদের বাহিনীকে সেখানে মোতায়েন করেছি, যাতে আর কোনো ঘটনা না ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইজুড়ে মারাঠাদের বিক্ষোভ চলাকালে অনেক স্কুল-কলেজ বন্ধ হয়ে যায় এবং ট্রেনের সময়সূচিতে বিলম্ব ঘটে। মারাঠারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি ও শিক্ষায় আরো বেশি সংরক্ষিত সুবিধার দাবি জানিয়ে আসছে। গত বছর এ দাবিতে লাখো লোকের এক সমাবেশ মুম্বাইকে কার্যত অচল করে দেয়। মহারাষ্ট্রের মারাঠা ও গুজরাটে পাতিদরদের মতো জাতিগোষ্ঠীর সরকারি চাকরিতে সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনে সা¤প্রতিক বছরগুলোয় বেশকিছু মানুষ নিহত হয়েছেন। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ