রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোর সদর উপজেলার কানাইতলায় গোলাগুলিতে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লক্ষীপুর জেলা সদরের মহাদেবপুরের নূরনবীর (৫৫)। তার পিতার নাম মৃত সৈয়দ আহম্মদ।
পুলিশ জানায়, বুধবার ভোরে কানাইতলা এলাকার যশোর-মণিরামপুর সড়কে গোলাগুলির ঘটনায় দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন।
গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে পুলিশ যশোর হাসপাতাল মর্গে রাখে। এর মধ্যে একটি লাশ শনাক্ত হয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। অপর লাশটি আঞ্জুমানে মফিদুলে ইসলামের সহযোগিতায় দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার রাতেও মণিরামপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুই দল ডাকাতের ‘গোলাগুলিতে’ তারা নিহত হয়েছেন। এর আগে রোববার রাতে যশোর সদরের বারীনগর বাজারের পাশে রেল লাইনের পাশে অজ্ঞাত দুই লাশের পরিচয় এখনও মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।