বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার তজুমুদ্দিন উপজেলার উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ নিয়েই শেষ হলো নির্বাচন। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। সকাল থেকে বৃষ্টির মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে তেমন একটা ভোটার উপস্থিতি না দেখা গেলেও বৃষ্টি কমে যাওয়ার পর কিছু ভোটারের উপস্থিতি দেখা যায়। সকাল ১১ টায় বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা মিন্টু সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। অভিযোগ করে বলেন, সরকার দলীয় লোকজন ভোটের আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে হিমকি ধমকি দিচ্ছেন। এজেন্টদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়েছেন। এজেন্টদেরকে বের করে দিয়ে জাল ভোট দিয়েছে। ভোটার উপস্থিতি না থাকলেও এত ভোট কোথার থেকে পরল। তিনি তজুমুদ্দিনবাসীকে ধন্যবাদ জানান ভোট কেন্দ্রে না এসে ভোট বর্জন করার জন্য।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন দুলাল ভোট বর্জন না করলেও একই অভিযোগ করে বলেন, নৌকা মার্কার প্রার্থীর কোন ভোট নেই। তারা আমার কোন এজেন্ট কেন্দ্রে ঢুকতে না দিয়ে তাদের দলীয় লোকজন দিয়ে জাল ভোট দিয়েছে। এ ব্যাপারে নৌকা মার্কার প্রার্থী তজুমুদ্দিন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান বলেন, বিএনপির প্রার্থীর কোন জনসমর্থন নেই। বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন ও সমাজ সেবামুলক কার্যক্রমের কারনে মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছে। তাছাড়া ভোট বর্জন করা বিএনপির অভ্যাসে পরিনত হয়ে গিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, প্রশাসনের কড়া নজর দারিতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথাও কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই। রিটার্নিং কর্মকর্তা জিয়াউদ্দিন খলিফা বলেন, কোথায়ও জাল ভোটের তেমন কোন অভিযোগ নেই। দুজনকে জাল ভোট দেয়ার অভিযোগে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।