Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে সড়ক দুর্ঘটনায় পোলিং অফিসার নিহত

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মিঠু কুমার (৩২) নামের এক ভোটগ্রহন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় রাইনুল ইসলাম নামের অপর এক ভোটগ্রহন কর্মকর্তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার উলিপুর-নাজিমখান সড়কের মাঠেরপাড় নামক স্থানে। জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসারবাজার এলাকার বীরেন্দ্র নাথের পুত্র মিঠু কুমার ও একই এলাকার বদরুল ইসলামের পুত্র রাহেনুল ইসলামসহ সকালে বাড়ি থেকে ভোট কেন্দ্রে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সকাল সাড়ে ৬ টার দিকে মাঠেরপাড় নামকস্থানে পৌছুলে বিপরীত দিকে থেকে আসা একটি বালু ভর্তি ট্রলিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে মিঠুর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পাশর্^বর্তি পুকুরে পড়ে যায়। এলাকাবাসি গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে উলিপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ