Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারবাডোজে সাকিবের বদলি স্মিথ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

গত নভেম্বরে বাংরাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, দুটির বেশি বিদেশি টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না বোর্ড। সেটি নিয়ে পরে অবশ্য আর কিছু জানানো হয়নি। তবে তার আগেই আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তার বদলি হিসেবে বারবাডোজ ট্রাইডেন্টস দলে ভিড়িয়েছে বল টেম্পারিং বিতর্কে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিষিদ্ধ স্টিভেন স্মিথ।
গত মার্চে লন্ডনে সিপিএলের নিলামে সাকিবকে ১ লাখ ৩০ হাজার ডলারে দলে নিয়েছিল বারবাডোজ। আগের দুই মৌসুমে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন জ্যামাইকা তালাওয়াসে। এর আগে সিপিএলে নিজের প্রথম মৌসুমে সাকিব খেলেছিলেন বারবাডোজেই। সাকিব ছাড়লেও এবার সিপিএলে খেলার কথা বাংলাদেশের মাহমুদউল্লাহর। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তাকে দলে নিয়েছে ৭০ হাজার ডলারে।
সাকিবকে হারিয়ে আক্ষেপ করলেও স্মিথকে পেয়ে উচ্ছ¡সিত বারবাডোজের কোচ সাবেক ভারতীয় অলরাউন্ডার রবিন সিং, ‘সাকিবকে এই টুর্নামেন্টে না পাওয়া আমাদের জন্য অনেক বড় ধাক্কা। তবে স্মিথকে পেয়ে আমরা সত্যিকার অর্থেই বিশ্বমানের একজন বদলি পেয়েছি, যে আমাদের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতে পারে। বিশ্বের সব জায়গায় সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এমন একজনকে পেয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী যে সে ট্রাইডেন্টসের হয়ে দারুণ সফল হবে।’
এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ার পর স্মিথের এটি হবে দেশের বাইরে দ্বিতীয় টি-টোয়েন্টি লিগ। স¤প্রতি কানাডায় গেøাবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন পদচ্যুত অস্ট্রেলিয়ান অধিনায়ক। নিষেধাজ্ঞার পর মাত্র তিনদিনের অনুশীলনে কানাডার গেøাবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়েছিলেন স্মিথ। প্রথম ম্যাচে করেছিলেন ফিফটি। সব মিলিয়ে ৬ ম্যাচে দুই ফিফটিতে ৩৩.৪০ গড়ে করেছিলেন ১৬৭ রান। বল টেম্পারিং বিতর্কে স্মিথের সঙ্গে নিষিদ্ধ আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারও খেলেছেন গেøাবাল টি-টোয়েন্টিতে। এই ওপেনার খেলবেন সিপিএলেও, সেন্ট লুসিয়া স্টার্স দলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ