Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সন্তান রেখেই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন ৪৬৩ বাবা-মা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

সন্তানদের আটক রেখে সাড়ে চার শতাধিক অবৈধ অভিবাসী বাবা-মাকে দেশে ফিরতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটক করে এসব বাবা-মাকে তাদের সন্তানদের কাছ থেকে আলাদা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের একটি আদালতে কেন্দ্রীয় সরকার ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন-এসিএলইউ যৌথভাবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন অভিবাসন ইস্যুতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। এরপর যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধভাবে প্রবেশের অভিযোগে অভিবাসীদের আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করার পাশাপাশি তাদের শিশু সন্তানদের পরিবারবিছিন্ন করা হচ্ছিল। কারণ ট্রাম্প প্রশাসনের ধারণা, অভিভাকদের কাছ থেকে পৃথক করে দিলে শিশুদের দেখার জন্য মরিয়া ওই অভিভবাকরা প্রত্যাবাসিত হওয়ার সিদ্ধান্ত মেনে নেবেন। পরিবার বিচ্ছিন্ন করে ফেলা প্রায় আড়াই হাজার শিশুকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে এসব শিশুকে আটক রেখেই অনেক বাবা-মাকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে জুন মাসে ওই নীতি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র সরকার। এরপর শিশুদের তাদের বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া হচ্ছে। তবে দেশে ফেরত পাঠানো বাবা-মায়ের সন্তানদের নিয়ে এখন নতুন উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার আদালতে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, ৪৬৩ জন বাবা-মার সন্তানকে রেখেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আদালতে এসব বাবা-মায়ের দেশত্যাগের কথা জানানো হলেও তার কারণ উল্লেখ করা হয়নি। তাদের অনুপস্থিতির বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকারের আইনজীবীরা ‘পর্যালোচনার অধীন’ বলে দাবি করেছেন। একজন কেন্দ্রীয় বিচারপতির নির্দেশ মোতাবেক, আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব বাবা-মায়ের সঙ্গে তাদের সন্তানদের পুনর্মিলনের জন্য সরকারের ওপর বাধ্যবাধকতা রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ