বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষে পুলিশের লজিস্টিক সাপোর্ট ও সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে। তিনি গতকাল সোমবার ৬০ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর থানা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনসহ বান্দরবান জেলা পুলিশের বেশ কয়েকটি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্থরকালে সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশের আইজিপি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের সদস্য বাড়ানোর পাশাপাশি দূর্গম এলাকায় যানবাহনের সংখ্যা ও বৃদ্ধি করা হবে। সারাদেশে পুলিশের বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি বলেন, থানা ভবনগুলোতে আধুনিকতা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পুলিশ স্থাপনাগুলো এখানকার পর্যটন বৈশিষ্টের সাথে সমন্বয় রেখে তৈরি করা হচ্ছে। এবং পার্বত্য এলাকার সকল সমস্যা সমাধানে পুলিশ অগ্রাধিকার দিবে।
পরে আইজিপি বালাঘাটা পুলিশলাইনে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। সেখানে তিনি কয়েকটি গাছের চারা রোপন করেন। এর পর তিনি ৬০ কোটি টাকা ব্যয়ে বান্দরবান ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন, ও ফাঁড়ি ভবন, লামা থানা ভবন, সোনাইছড়ী পুলিশ ফাঁড়ি ভবনসহ কয়েকটি থানা ভবন উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, রাঙ্গামাটির এসপি আলমগির কবির, খাগড়াছড়ির এসপি, আলী আহম্মদ খান, কক্সবাজারের এসপি ইকবাল হোসেন, বান্দরবানের অতিঃ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, এসপি ডিএসবি আলী হোসেন, সদর থানার ওসি মোহাম্মদ গোলাম ছরোওয়ার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।