Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে পৃথক ঘটনায় নিহত ৩ আহত ২

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 কর্ণফুলী নদীসংলগ্ন শিকলবাহার একটি শিপইয়ার্ডে তেলবাহী জাহাজে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত এবং অপর দুইজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল (সোমবার) বেলা সাড়ে ১১টায় এমভি দেশ-১ নামে জাহাজে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- রাশেদ (২০) ও মাসুম (২২)। দগ্ধ মোঃ কামরুল (২৮) ও আমজাদ হোসেনকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, ওই দু’জনের অবস্থাও গুরুতর। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ জাহাজের ভেতরে তল্লাশি চালিয়ে রাশেদ ও মাসুমের লাশ উদ্ধার করে। কর্ণফুলী থানার এসআই মামুন জানান, শিকলবাহা এলাকায় জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ওশান শিপইয়ার্ডে তেলবাহী জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। এতে দু’জন জাহাজের ভেতরেই আগুনে পুড়ে মারা যায়। বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
এদিকে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়িতে গতকাল কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শরীফা বেগম একই এলাকার কামাল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, সকালে গোসল করে বাসার সামনে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ