মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের দপ্তর ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার একজন উচ্চ পর্যায়ের নিরাপত্তারক্ষী কর্তৃক এক ব্যক্তি প্রহৃত হওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনার মধ্যে তিনি এ নির্দেশ দিলেন। অব্যাহত চাপের মধ্যে ম্যাক্রো রোববার তার কয়েক মন্ত্রী নিয়ে বৈঠকে বসেন। সেখানে এ সিদ্ধান্ত হয়।
প্যারিসে মে দিবসের প্রতিবাদের সময় ম্যাক্রোর প্রধান দেহরক্ষী আলেক্সান্ডার বেনালাকে দেখা যায়, এক নারীকে জোরপূর্বক টেনে নিয়ে যাচ্ছেন এবং এরপর এক পুরুষকে প্রহার করছেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্রান্সব্যাপী নিন্দার ঝড় ওঠে। চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট ম্যাক্রো। পরে বেনালার বিরুদ্ধে দলগত সহিংসতা ও পুলিশের ব্যাজ অবৈধভাবে পরিধানের অভিযোগ আনা হয়। এর রেশ ধরে গত শুক্রবার বরখাস্ত হন বেনালা।
ফ্রান্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনাকে ম্যাক্রো ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ ঘটনায় কোনো দায়মুক্তি দেখানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া, প্রেসিডেন্ট কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালেক্সিস কোহলারকে ম্যাক্রোর ব্যক্তিগত কার্যালয় ঢেলে সাজানোর দায়িত্ব দেয়া হয়েছে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। - বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।