Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর ধসে স্কুল ছাত্র আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১০:০৭ পিএম | আপডেট : ১১:৩১ এএম, ২৫ জুলাই, ২০১৮

গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর ধ্বসে এক ছাত্র আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীনতম সুনামধন্য অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রাহিন হাসান সাদি (১৪) সীমানা প্রাচীর টপকে বাহির হওয়ার সময় প্রাচীরটি ধ্বসে তার শরীরের উপর পড়ে। স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে প্রাচীরটি সরিয়ে আহতাবস্থা ছাত্রটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের অবহিত করার সাথে সাথে ৫ সদস্যের একটি দল সেখানে পৌছায়। তারপর আমাদের নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে তাকে উদ্ধার করি। প্রাচীরটি বেশ পুরনো। মাটি নরম থাকায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এসময় স্কুলের শিক্ষক উবায়দুর রহমান ও সাকিবুর সাথে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানান, ছাত্রটিকে স্কুলের দক্ষিণ-পশ্চিম দিকের বেশ উঁচু সীমানা প্রাচীর টপকানোর সময় আহত হয়। তবে আহত ছাত্রটি জানায়, আমি বাহিরে যাওয়ার সময় আমার উপর সীমানা প্রাচীর ধ্বসে পড়ে। আহত ছাত্রটি সদর উপজেলার সুহিলপুর গ্রামের মোবারক মুন্সির ছেলে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ফরীদা নাজনীনকে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের জন্য বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাহ্মণবাড়িয়ায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ