Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত রোববার সকাল সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে মজলিশে শূরার অধিবেশন ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ওবাইদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএবি›র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম। বক্তব্য রাখেন জেলা প্রধান উপদেষ্টা মুসলেহ উদ্দীন ভূঁইয়া, প্রমুখ। সম্মেলনে শূরা সদস্যদের থেকে গোপন ব্যালটের মাধ্যমে প্রাপ্ত মতামতের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার ২০১৯-২০ সেশনের সভাপতি হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মো. ওবাইদুল হকের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ