Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা ধর্মের নামে তান্ডব চালিয়েছেন তাদের ছাড় দেয়া হবে না-ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা ধর্মের নামে নাসিরনগরে তা-ব চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। সব অপরাধীকে খুঁজে বের করা হবে। দেশের উন্নতিকে বাধাগ্রস্ত করতেই এমন সাম্প্রদায়িক তা-ব চালানো হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমাদের সংবিধান স্পষ্ট করে বলেছে, অন্যের বিশ্বাসের উপর কোনোভাবেই আঘাত করা যাবে না। আগুন সন্ত্রাস, বিদেশী হত্যা, ধর্মগুরুদের হত্যা প্রচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী নতুন করে সারা দেশে এসব ঘটনা ঘটাচ্ছে। আমাদের এখানে সংখ্যালঘু নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা সংখ্যালঘু। তাদের পরাজয় হচ্ছে। মানবতার জয় হচ্ছে। এ সময় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হককে সৎ ও দক্ষ হিসেবে অবহিত করে বলেন, তার সততার ইতিহাস দীর্ঘদিনের। দুপুর প্রায় ১টায় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কুরআন, গীতা, বাইবেল এবং ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী গৌর মন্দিরসহ সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেন, ঘটনার দিন পাশের জেলার মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে করে হাফপ্যান্ট পড়া লোকজন এসে হামলা করেছে। কারা এই ট্রাকের ভাড়া দিল, লোকজন আনল, তাদের খোঁজে বের করুন। এ সময় তিনি বলেন, মিডিয়া সবসময় চায় নেগেটিভ নিউজ। এ ঘটনায় তিলকে তাল করা হয়েছে। সমাবেশে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, এখানে যারা তা-ব চালিয়েছে তারা পশুর চেয়ে অধম। তাদের দেশ থেকে নির্মূল করতে হবে। তারা আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের চেতনাতে আঘাত করেছে। সমাবেশে পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, আমি নিজে এই মামলা পর্যবেক্ষণ করছি। যারা হামলা করেছে, তারা কোনো ধর্মের লোক নয়। যারা ওইদিন সমাবেশ করেছে, তাদেরও দায়িত্ব নিতে হবে। একটি পক্ষ ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। র‌্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, আসেন আমরা পেছনের মূল খেলোয়াড়দের ধরি। আমরা বলেছিলাম, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গিদের বের করে আনবো। আজ আমরা জঙ্গিদের ছিন্নভিন্ন করে দিয়েছি। এই ধরনের হামলা করতে আসলে কেউ যাতে ফিরে যেতে না পারে এ জন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশান্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ইসকনের উপদেষ্টা কৃষ্ণ ক্রীর্তন ব্রক্ষচারী, জামিয়া ইউনুছিয়া মাদরাসার মোহাদ্দেস ও দারুল আহকাম মাদরাসার প্রিন্সিপাল সাজেদুর রহমান প্রমুখ
ব্রাহ্মণবাড়িয়া সফরে যাচ্ছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা
১৪ দলের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল আজ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া জেলার সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত নাসিরনগর পরিদর্শন করবেন। প্রতিনিধি দল আজ সকাল ৯টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন।
প্রতিনিধি দলের প্রধান আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। প্রতিনিধি দলের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা রয়েছেন।
আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যারা ধর্মের নামে তান্ডব চালিয়েছেন তাদের ছাড় দেয়া হবে না-ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ